শিরোনাম

সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের আয়োজনে ইকো-ফেস্ট

 প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন   |   ক্যাম্পাস

সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের আয়োজনে ইকো-ফেস্ট

সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের ‘জার্নি টুগেদার, থ্রাইভ ফরএভার’ থিম নিয়ে ইকো-ফেস্ট অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্যোগ ও প্রকল্প নিয়ে সজ্জিত স্টলগুলো পরিদর্শন এবং বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. কাজী তানভীর মাহমুদ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন ‘বাংলাদেশের অর্থনীতিতে জুলাই বিপ্লবের প্রভাব’ বিষয়ে বিশ্লেষণ করেন। সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন যৌথ প্রচেষ্টা ও স্থিতিশীলতার মাধ্যমে উন্নয়ন এবং সমৃদ্ধি অর্জনের গুরুত্ব তুলে ধরেন।

সাউথইস্ট ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হাকিম ‘উন্নয়নের অর্থ’ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ধারণা দেন। এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

ক্যাম্পাস এর আরও খবর: