শিরোনাম

ঢাবি দাবা ক্লাবের উদ্যোগে “উইন্টার চেস ফেস্টিভ্যাল” দাবা উৎসব অনুষ্ঠিত

 প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন   |   ক্যাম্পাস

ঢাবি দাবা ক্লাবের উদ্যোগে “উইন্টার চেস ফেস্টিভ্যাল” দাবা উৎসব অনুষ্ঠিত

৩৮ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশের ঐতিহ্যবাহী  ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের উদ্যোগে “উইন্টার চেস ফেস্টিভ্যাল” নামে দাবা উৎসব অনুষ্ঠিত হয়। নতুন বছরের ১-৩ জানুয়ারি এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত এই দাবা উৎসবে  বাংলাদেশের ইতিহাসে সবোর্চ্চ সংখ্যক রেকর্ডধারী প্লেয়ার অংশগ্রহণ করেছে। দুই জন গ্রান্ডমাস্টার, ৩০ জন টাইটেলধারী প্লেয়ারসহ , দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণী-পেশার দাবাড়ুরা এই উৎসবে অংশগ্রহণ করেন। এই দাবা উৎসবের মধ্যে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা চ্যাম্পিয়নশিপ- যা দীর্ঘ ৬ বছর পর আয়োজিত হয়েছে, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান স্মৃতি র‍্যাপিড রেটিং টুর্নামেন্ট এবং সাইমুলটেনিয়াস দাবা এক্সিবিশন। 

১ জানুয়ারি ২০২৫, জিএম এনামুল হোসেন রাজীবের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের ১০ জন দাবাড়ুর সাইমুলটেনিয়াস চেসের মাধ্যমে শুরু হয় উইন্টার চেস ফেস্টিভ্যাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ছাত্র-শিক্ষক কেন্দ্রের গেমস্ রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন। এদিন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত ম্যাগাজিন ‘কিস্তিমাত’-এর মোড়ক উন্মোচন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের সভাপতি তানভীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, ক্লাবের মডারেটর ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার এবং জাতীয় দাবা প্রশিক্ষক আবু সুফিয়ান শাকিল এবং প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সহধর্মিণী লাবণ্য রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

২৫+১০ র‍্যাপিড ফরম্যাটে ৭ রাউন্ড সুইস লিগ সিস্টেমে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে ৯৪ জন শিক্ষার্থী। ৬.৫ পয়েন্ট নিয়ে গাজী সালাহউদ্দিনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা চ্যাম্পিয়ন হয়েছেন হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি  তানভীর আলম (ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ)। ৬ পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে ১ম রানার আপ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী এবং ওমেন ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম, এবং ২য় রানারআপ হয়েছেন ফলিত পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী বাদশা আলমগীর। 

৩ জানুয়ারি ২০২৫, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেমসরুম এবং টিএসসি ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান স্মৃতি র‍্যাপিড রেটিং টুর্নামেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অ্যালামনাই এবং ১৪ বারের জাতীয় দাবার চ্যাম্পিয়ন প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের স্মরণে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে সারা দেশ থেকে অংশগ্রহণ করে ৩০৩ জন দাবাড়ু। ১০+৫ র‍্যাপিড ফরম্যাটে ৯ রাউন্ড সুইস লিগ সিস্টেমে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ৮ পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অনত চৌধুরী, ১ম রানারআপ হয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পুত্র ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া এবং ২য় রানারআপ হয়েছেন ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের সভাপতি তানভীর আলমের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ৬ বারের জাতীয় দাবার চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামীম আকন্দ এবং মোহাম্মদ শাফকাত হোসেন, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক জনাব লোকমান হোসেন ভুঁইয়া (লাভলু) এবং প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সহধর্মিণী লাবণ্য রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের মডারেটর ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান শরীফ শুভ এবং সাংগঠনিক সম্পাদক ফারিহা সুমনা।


ক্যাম্পাস এর আরও খবর: