শিরোনাম

ফাঁকা ক্যানভাস নিলামে ১.৫ মিলিয়ন ডলারে বিক্রির আশা

 প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন   |   ক্যাম্পাস

ফাঁকা ক্যানভাস নিলামে ১.৫ মিলিয়ন ডলারে বিক্রির আশা

সম্প্রতি নিউ ইয়র্কে নিলামে ওঠে ডাক-টেপ দিয়ে দেয়ালে সাঁটানো একটি কলার শিল্পকর্ম। নিলামে প্রায় ৭৪ কোটি টাকায় বিক্রি হওয়া ওই কলা নেট দুনিয়ায় সাড়া ফেলে দেয়। ৭৪ কোটির ওই কলা আরও আলোচনায় আসে যখন এর ক্রেতা সেটি খেয়ে ফেলেন। এবার জার্মানিতে এমনই ব্যতিক্রমধর্মী আরেকটি শিল্পকর্মের নিলাম উঠেছে। নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, আমেরিকান চিত্রশিল্পী রবার্ট রাইম্যানের  জেনালের ৫২"x ৫২" শিরোনামের একটি ফাঁকা ক্যানভাস  ৬ ও ৭ ডিসেম্বর জার্মানির বার্লিনে নিলামে উঠেছে। নিলামের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১.৫ মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৮ কোটি।

রবার্ট রাইম্যানের জেনারেল ৫২"x ৫২"  শিল্পকর্মটি বহু পুরোনো। ১৯৭০ সালে আঁকা এই ক্যানভাসটি প্রথম প্রদর্শন করা হয় ১৯৭১ সালে নিউইয়র্কের একটি গ্যালারিতে। তবে প্রথম দেখায় এই শিল্পকর্মকে খালি ক্যানভাস মনে হলেও এই ক্যানভাসে রয়েছে রবার্ট রাইম্যানের সাদা রঙের নিখুঁত আঁচড়। মূলত কাচের মিহি গুঁড়ো আর তেল দিয়ে এই রং তৈরি করা হয়। রবার্ট রাইম্যান এমন সাদা রঙের শিল্পকর্মের জন্যই বিখ্যাত। সাদা রঙের এই শিল্পী ২০১৯ সালে মারা যান।

ক্যাম্পাস এর আরও খবর: