শিরোনাম

খুবি শিক্ষার্থীদের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ

 প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন   |   ক্যাম্পাস

খুবি শিক্ষার্থীদের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের সাথে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে গণমাধ্যমকর্মী, শিক্ষার্থীসহ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। বুধবার (ডিসেম্বর) বিকেলে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার গোপালগঞ্জ থেকে রাজীব পরিবহনের একটি বাসে ক্যাম্পাসে ফিরছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। এ সময় হেলপারের সাথে কথাকাটাকাটির একপর্যায়ে পরিবহন শ্রমিকরা ওই শিক্ষার্থীকে মারধর করে। পরে খবর পেয়ে বাস টার্মিনাল এলাকায় খুবি শিক্ষার্থীরা জড়ো হলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাস ভাঙচুর করা হয়।

এ সময় খবর সংগ্রহ করতে গিয়ে যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন আমির সোহেলসহ ৩ জন গণমাধ্যমকর্মী আহত হন। এছাড়া, সংঘর্ষে শিক্ষার্থী ও শ্রমিকসহ কয়েকজন আহত 

এদিকে, সংঘর্ষকে ঘিরে রাত ৮টা পর্যন্ত সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি।


ক্যাম্পাস এর আরও খবর: