শিরোনাম

চবির দুই শহীদকে নিয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন

 প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন   |   ক্যাম্পাস

চবির দুই শহীদকে নিয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া বিশ্ববিদ্যালয়টির দুই শিক্ষার্থী শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ও শহীদ ফরহাদ হোসেনকে নিয়ে প্রশ্ন করা হয়েছে। শনিবার (৮ মার্চ) দুপুর ১২টা থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ ১টায়। এই পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশে এ প্রশ্নটি করা হয়েছে। প্রশ্নটি হলো ‘জুলাই বিপ্লব, ২০২৪-এ শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ও ফরহাদ হোসেন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?’ চারটি অপশনে ছিল ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর। প্রসঙ্গত, গত বছরের ১৮ জুলাই চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছিলেন হৃদয় চন্দ্র তরুয়া। সেদিনই চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখানেই ২৩ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপরদিকে গত বছরের ৪ আগস্ট নিজ জেলা মাগুরায় ছাত্র-জনতার সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের নিহত হন শহীদ ফরহাদ হোসেন। দুইজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন।

ক্যাম্পাস এর আরও খবর: