শিরোনাম

কুয়েটের দুই প্রকৌশলীকে লাঞ্ছিত করার প্রতিবাদ

 প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন   |   ক্যাম্পাস

কুয়েটের দুই প্রকৌশলীকে লাঞ্ছিত করার প্রতিবাদ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই প্রকৌশলীকে এক বিএনপি নেতার গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন কুয়েট কর্মকর্তা সমিতির সাবেক সাধারণ সম্পাদক শেখ আলাউদ্দিন। স্থানীয় এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তব্য দেন যোগীপোল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জি এম এনামুল কবির, হাবিবুর রহমান, সেলিম রেজা, মোহাম্মদ জয়নাল, রেজাউল ঢালী, ইমাম হোসেন রানাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা অভিযুক্ত খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেনকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

এদিকে কুয়েটের দুই প্রকৌশলীকে হুমকি ও লাঞ্ছিত করার প্রতিবাদে কুয়েট কর্মকর্তা সমিতি জরুরি কার্যনির্বাহী কমিটির সভা ডেকেছে। অভিযোগ রয়েছে, বিএনপি নেতা মোল্লা সোহাগ কুয়েটের নির্বাহী প্রকৌশলী (পুর) শেখ আবু হায়াত ও মো. গোলাম কিবরিয়াকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন। সেই সঙ্গে আবু হায়াতকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। কুয়েটের একটি ঠিকাদারি কাজে ১০ শতাংশের বেশি মুনাফা যুক্ত করে দর নির্ধারণ না করার কারণে দুই প্রকৌশলীকে এই হুমকি দেওয়া হয়।

আবু হায়াতকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনার বিচার চেয়ে খুলনা মহানগর বিএনপির কাছে লিখিত আবেদন করা হয়েছে। আবু হায়াত জানান, তিনি অভিযোগ দিয়ে বিএনপির নেতাদের সঙ্গে কথা বলেছেন। নেতারা ন্যায়বিচার করবেন বলে তাঁকে আশ্বস্ত করেছেন।

ক্যাম্পাস এর আরও খবর: