শিরোনাম

বাংলাদেশ ইউনিভার্সিটি'র ফার্মেসি বিভাগের প্রথম মেগা রিইউনিয়ন অনুষ্ঠিত

 প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন   |   ক্যাম্পাস

বাংলাদেশ ইউনিভার্সিটি'র ফার্মেসি বিভাগের প্রথম মেগা রিইউনিয়ন অনুষ্ঠিত

প্রথম মেগা রিইউনিয়নের মাধ্যমে বাংলাদেশ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় যুক্ত হলো । আজ বাংলাদেশ ইউনিভার্সিটি স্থায়ী  ক্যাম্পাসে অনুষ্ঠিত এই পুনর্মিলনীতে প্রায় পাঁচ শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরা তাদের কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করেন এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ দেন। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মাধ্যমে দিনটি আরও আনন্দময় হয়ে ওঠে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এমন আরও পুনর্মিলনীর আয়োজন করা হবে, যা বিভাগের সকল প্রজন্মের মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নোবেল।


ক্যাম্পাস এর আরও খবর: