ঢাবির নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মামুন-রাকিব

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া নাটোরের শিক্ষার্থীদের সংগঠন ‘নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতি’র ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. রাকিবুল ইসলাম। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসিফ আল ইসলাম পাঠানো এক বিজ্ঞপ্তিতে সাবেক সভাপতি রনি আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল গালিব এ কমিটির অনুমোদন করেন।
নব-নির্বাচিত সভাপতি মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৯-২০২০ সেশন জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০২০ সেশনের কবি জসিমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী।
কমিটির নব-নির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল মামুন তার প্রতিক্রিয়ায় বলেন, ছাত্রদের কল্যাণে আমরা একসঙ্গে কাজ করব এবং নাটোর জেলার শিক্ষার্থীদের উন্নয়নে নতুন উদ্যোগ গ্রহণ করব। নব-নির্বাচিত সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে নতুন ইতিহাস রচনা করব। শিক্ষার্থীদের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিয়ে তাদের স্বার্থে কাজ করে যাবো।
প্রসঙ্গত, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের নানামুখী সহায়তা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।