সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্পোরেট শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকের কর্পোরেট শাখার উদ্যোগে ২৯ ডিসেম্বর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান ও মোঃ নাজমুস সায়াদাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্পোরেট শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। সমাবেশে দুই শতাধিক গ্রাহক যোগ দেন এবং তারা ব্যাংকের সেবায় সন্তোষ প্রকাশ করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ বলেন, সম্মানিত গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান আমাদের পাশে থাকার জন্য। তিনি বলেন, সম্মানিত গ্রাহকগণের সন্তুষ্টির জন্য আমরা সর্বোত্তম ব্যাংকিং সেবা প্রদানের চেষ্টা করি। সংকট কাটিয়ে আমরা ঘুরে দাঁড়াচ্ছি উল্লেখ করে তিনি বলেন, গ্রাহকগণ আমাদের ওপর আস্থা রাখছেন যার ফলে উত্তোলনের চেয়ে জমার পরিমান ক্রমেই বেড়ে চলেছে। আবদুল হান্নান খান গ্রাহকদের সোশ্যাল ইসলামি ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ জানান ও ভবিষ্যতেও পাশে থাকার আহবান জানান। মোঃ নাজমুস সায়াদাত বলেন, সম্মানিত গ্রাহকগণকে পাশে নিয়ে আমরা এগিয়ে যাবো। বর্তমানে আমাদের ব্যাংকের লেনদেনে ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং গ্রাহকরা আরটিজিএস, বিইএফটিএন সহ সকল ধরনের ব্যাংকিং সেবা নির্বি গ্রহণ করতে পারবেন।
মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, চ্যালেঞ্জিং সময়ে আমাদের সম্মানিত গ্রাহকগণ ধৈর্য্য ধরে আমাদের পাশে ছিলেন সেজন্য আমরা তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।