মিডল্যান্ড ব্যাংক ও সেবা ফিনটেকের মধ্যে চুক্তি স্বাক্ষর

মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও সেবা ফিনটেক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ডিজিটাল ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এগিয়ে নিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়।
এ সময় মিডল্যান্ড ব্যাংকের ডিএমডি মো. জাহিদ হোসেন ও সেবা ফিনটেকের এমডি ইলমুল হক সাজিব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের সিটিও মো. নাজমুল হুদা সরকার, হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন মো. রাশেদ আকতার, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট মো. মোহাম্মদ হাসিবুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।